Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বৃক্ষ মানুষের জীবন বাচান: বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

জুলাই ১, ২০২২, ০৭:৪১ পিএম


বৃক্ষ মানুষের জীবন বাচান: বীর বাহাদুর

বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকালে বান্দরবান জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তার আগে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, সুরাইয়া আক্তার সুইটি, বান্দরবান পুলিশ সুপার জেরীন আখতার, বিভাগীয় বনকর্মকর্তা হক মাহবুব মোর্শেদ, বিভাগীয় বনকর্মকর্তা পাল্পউড মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং অর্কিডের ৪৫টি স্টল স্থান পেয়েছে। মেলায় স্টল খোলা থাকবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত। মেলা চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত।

এদিকে উদ্ধোধনের পার্বত্য মন্ত্রী মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বৃক্ষ মানুষের জীবন বাচান। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। গাছ হচ্ছে মানবজাতির পরমবন্ধু। বৃক্ষ শুধুমাত্র আমাদের অক্সিজেন দেয়না, ঘুর্ণিঝর, তুফান'সহ প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে। তাই সকলের বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রয়োজনে একটা গাছ কাটলে, দুইটা গাছ লাগাতে হবে।

অন্যদিকে বান্দরবানে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। আজ শুক্রবার বিকালে তিনটায় বান্দরবান বাজারের আওয়ামীলীগ মোড় থেকে রথযাত্রা উৎসব কমিটির ব্যানারে রথযাত্রা উৎসবের উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, বান্দরবান পুলিশ সুপার জেরীন আখতার, কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি লক্ষী পদ দাস, উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জনী সুশীল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সকালে রথযাত্রা উপলক্ষ্যে সকালে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শুরু হয়। এই উপলক্ষে দিনব্যাপী চলছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আলোচনা সভা,আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন।

রথযাত্রাটি রশী দিয়ে টেনে শ্রী শ্রী রক্ষাকালি মন্দির বালাঘাটায় নেওয়া হয়।  এবং আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

কেএস 
 

Link copied!