Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১, ২০২২, ০৭:৫৫ পিএম


টাঙ্গাইলে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলে  ডোবায়  মাছ ধরতে গিয়ে  পানিতে ডুবে দুই চাচাতো  ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতের পরিবারে শোকের মাতম ।

শুক্রবার(১ জুলাই) টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে  পঞ্চম শ্রেণি পড়ুয়া  দুই  চাচাতো ভাইয়ের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তারা লাউফুলা আনোয়ারা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে জিহাদ(১২) ও মোস্তফার ছেলে তানভীর(১১)। আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে ফসলী জমিতে ভেকু দিয়ে মাটি কেটে গর্ত করে ডোবায় পরিণত করা হয়। স্কুল বন্ধ থাকায় জিহাদ ও তানভীর ওই ডোবার পাশের জমিতে মাছ ধরতে যায়। সাঁতার না জানায় মাছ ধরার এক পর্যায়ে তারা ডোবার পানিতে ডুবে মারা যায়। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক জানান, মাছ ধরার এক পর্যায়ে তারা ডোবার পানিতে ডুবে মারা যায়। জিহাদ ও তানভীর সম্পর্কে চাচাত ভাই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরইউ

Link copied!