Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

জুলাই ১, ২০২২, ০৮:৪২ পিএম


গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে গোসল করতে নেমে আহসান (৫) ও বায়েজিদ (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১ জুন) বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামে এ ঘটনা ঘটে। আহসান মিয়া উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বায়েজিদ হোসেন খামার ধুবনী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। নিহত দুই শিশু একে অপরের মামাতো-ফুপাতো ভাই।

স্থানীয়রা জানায়, বিকেলে ওই দুই শিশুসহ অন্য শিশুরা বাড়ির পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে তারা পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে শিশু বায়েজিদ পুকুরের পানিতে ডুবে যায়। পরে শিশু আহসানও ডুবে গেলে
অন্য শিশুরা চিৎকার করে। চিৎকার শুনে পরিবারের লোকজন এসে পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম "আমার সংবাদকে" পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
 

আরইউ

Link copied!