Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বঙ্গবন্ধু সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত 

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ২, ২০২২, ১১:৪৫ এএম


বঙ্গবন্ধু সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত 

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে অপর একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে এক পিকআপ ভ্যানের চালক নিহত হ‌য়। এতে আরও ২ জন আহত হয়েছেন।

 শনিবার (২ জুলাই) ভোররাত ২টার দিকে সেতুর ৪০ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ ভ্যানচালক টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার কেন্দুয়া এলাকার আজিজ আহম্মেদের ছেলে রাসেল আহম্মেদ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) সরকার ইফতেখারুল মোকাম্মেল  জানান, সেতুর ৪০ নম্বর পিলারের কাছে ঢাকাগামী মুরগিবাহী একটি পিকআপ ভ্যান হঠাৎ বিকল হওয়ায় সে‌টি মেরামতের জন‌্য দাঁড়ায়।

সে সময় পিকআপ ভ্যানটিকে পেছন থেকে আরেক‌টি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপ ভ্যানের চালক নিহত হন। আহত হন আরও ২ জন। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি ও নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।  

তিনি আরও বলেন, আহত ২ জনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএস 

Link copied!