Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

গৃহবধূর ঘরে পরকীয়া প্রেমিককে গণপিটুনি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

জুলাই ২, ২০২২, ০৪:০১ পিএম


গৃহবধূর ঘরে পরকীয়া প্রেমিককে গণপিটুনি

পিরোজপুরের ইন্দুরকানীতে দ্বীন ইসলাম (২৫) নামের এক পরকিয়া প্রেমিক গৃহবধূ প্রেমিকার বাড়িতে এসে গণপিটুনির শিকার হয়েছেন। 

শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে। দ্বীন ইসলাম খুলনার রূপসা উপজেলার কামনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের এক জাহাজ-শ্রমিকের স্ত্রী দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমে আসক্ত। তার স্বামী বাড়ি না থাকায় শুক্রবার ফোন করে পরকিয়া প্রেমিক দ্বীন ইসলামকে খুলনা থেকে রাতে বাড়িতে ডেকে আনেন। পরে খবর পেয়ে স্থানীয়রা দুজনকে একই রুমে পেয়ে গণপিটুনি দিয়ে আটকে রাখে। 

আজ শনিবার সকালে স্থানীয় ইউপি সদস্য, গ্রামপুলিশ ও এলাকার লোকজন, প্রেমিকের অভিভাবক ও প্রেমিকার অভিভাবককে খবর দেয়। দ্বীন ইসলামকে তার বাবা আনোয়ার হোসেন এবং গৃহবধূকে তার বাবা মুচলেকা দিয়ে নিয়ে যান। গৃহবধূর স্বামী তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠাতে সম্মত হন।

ইন্দুরকানী সদর ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমজাদ হোসেন জানান, গৃহবধূকে তার পরকিয়া প্রেমিকসহ রাতে স্থানীয়রা গণপিটুনি দিয়ে আটক করে। পরে ঘটনার সত্যতা মিললে উভয়ের অভিভাবক ডেকে তাদের হাতে দু’জনকে তুলে দেয়া হয়। 

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, এ বিষয় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএস 

Link copied!