Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মিঠাপুকুরে হেরোইন-গাঁজা সহ গ্রেপ্তার ১

মিঠাপুকুর প্রতিনিধি

মিঠাপুকুর প্রতিনিধি

জুলাই ৪, ২০২২, ০৩:৪০ পিএম


মিঠাপুকুরে হেরোইন-গাঁজা সহ গ্রেপ্তার ১

মিঠাপুকুর উপজেলার ০২ নং-রানীপুকুর ইউনিয়নের মোলংহাটে গাঁজা ও হেরোইন সহ রেজাউল ইসলাম (৩৮) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও একগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৩ জুলাই রাত আনুমানিক ৮টার সময় ০২ নং- রানীপুকুর ইউনিয়নের পাইকান গ্রামের ইলিয়াস আলীর পুত্র রেজাউল ইসলামকে (৩৮) মোলং-হাট থেকে একগ্রাম হেরোইন ও পঞ্চাশ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে মিঠাপুকুর থানা পুলিশ। এসময় তার সঙ্গে একজন মাদকসেবীকে আটক করা হয়। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানান, রেজাউল ইসলাম মোলংহাটে ছোট ছোট পুরিয়ায় ভরে দীর্ঘদিন থেকে হেরোইন ও গাঁজা বিক্রি করে আসছেন। সে নিয়মিত একজন মাদক কারবারি। কৌশলে মাদক বিক্রি এবং ঢাকাসহ বিভিন্ন জায়গায় অবস্থান করতেন রেজাউল ইসলাম। 

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আমার সংবাদকে জানান, রেজাউল নিয়মিত একজন মাদক কারবারি।মিঠাপুকুর থানায় তার নামে আরো দুটি মাদকের মামলা রয়েছে। 

রানীপুকুর ইউনিয়নের বিট অফিসার এসআই ইমরান হোসেন জানান, রানীপুকুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

আমারসংবাদ/এআই 

Link copied!