Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে ট্রাকের ধাক্কা

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৪, ২০২২, ০৭:২০ পিএম


পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে ট্রাকের ধাক্কা

 শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার ২ নম্বর বুথের ব্যারিয়ার কোরবানীর গরু বোঝাই ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় এই ঘটনা ঘটে। পরে টোলের দায়িত্বরত কর্মকর্তারা ট্রাকটিকে প্রথমে আটকে রাখলেও পরে ছেড়ে দেয়।

জাজিরা প্রান্তের টোলপ্লাজার কর্মকর্তা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বাসের ধাক্কায় জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার ৩ নম্বর বুথের ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ফের সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকাগামী ভাঙা-সদরপুর থেকে ছেড়ে আসা কোরবানীর গরু বোঝাই একটি ট্রাক নিয়ে ২ নম্বর বুথের দিকে দ্রুতগতিতে ব্যারিয়ারে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ব্যারিয়ারের নলব্যারি বাঁকা হয়ে যায়। পরে সেখানে দায়িত্বরত কর্মকর্তারা ওই ট্রাকটিকে কিছুক্ষণ থামিয়ে রাখে ছেড়ে দেয়।

এ ব্যাপারে ট্রাক চালক মো. শাহ আলম শেখ বলেন, মূলত ট্রাকের ব্রেক পাইপ ফেটে যায়। টোল ঘরে আসার আগেই ব্রেক কষা হয়। কিন্তু ব্রেক ধরে না। ৩/৪ বার ব্রেক কষার পরেও ট্রাকটি ব্যারিয়ারে গিয়ে ধাক্কা লাগে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বলেন, পশুবাহী ট্রাক ২ নম্বর কাউন্টারের নলব্যারিতে আঘাত করলে নলব্যারি কিছুটা বাঁকা হয়ে যায়। তবে এখন ওই কাউন্টারটি সচল রয়েছে।

আমারসংবাদ/টিএইচ

Link copied!