Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জুলাই ৪, ২০২২, ০৯:০৭ পিএম


বাকেরগঞ্জে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ 

বরিশালের বাকেরগঞ্জে ১৬০০ জন প্রান্তিক কৃষকের মাঝে সরকারের বিনামূল্যে প্রণোদনা কর্মসূচির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় কৃষি অফিস অডিটরিয়ামে এ প্রণোদনা বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুনিত কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, উপজেলা কৃষি অফিসার মোঃ মুছা ইবনে সাইদ, অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।

বাকেরগঞ্জে ২০২১-২২ অর্থবছরের খরিপ-২/২২-২৩ মৌসুমের রোপা আমন ফলন বৃদ্ধির লক্ষে স্থানীয় ১৬০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

কেএস 
 

Link copied!