Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গাতে নারী উদ্যোক্তাদের দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুলাই ৫, ২০২২, ০৩:৩৩ পিএম


মাটিরাঙ্গাতে নারী উদ্যোক্তাদের দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের তৃনমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের নারী উদ্যোক্তাদের দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান'র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বক্তব্য রাখেন। 

এ সময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আলী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো:মুজিবুর রহমান ভূইঁয়া,জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষন কর্মকর্তা আশা ত্রিপুরা, বিজনেস ম্যানেজমেন্ট  এন্ড ই-কর্মাস প্রশিক্ষনার্থী পুতুলি ত্রিপুরা প্রমূখ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষকরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ে মাধ্যমে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী  উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায়  জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে নারীদের দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে আর ব্যবসা ও কর্মসংস্থানের কলা কৌশল শিখে তৃণমূল পর্যায়ের নারী উদ্যাক্তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও বিকাশ সাধন তরান্বিত হচ্ছে বলে জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে। নারীরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী করে তুলতে সক্ষম হয়েছে। নারীরা এখন ঘরে বসে নেই সবাই  পরিবার ও দেশের কাজে অগ্রণী ভূমিকা রাখছে।

কেএস 

Link copied!