Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সীমান্তে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

জুলাই ৫, ২০২২, ০৪:৫২ পিএম


সীমান্তে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় ৩জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার উপজেলার কালুপাড়া বিওপির সীমান্ত পিলার ২৭১ এর নিকট থেকে বিজিবির সদস্যরা তাদের আটক করে। সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

আটককৃত আসামিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার ইটাহার গ্রামের নুরুল ইসলামের বড় ছেলে মো. ইসমাইল হোসেন (২৪) এবং ছোট ছেলে মো. মুরছালিন হোসেন (১৮) ও একং এলাকার লুৎফর রহমানের ছেলে মো. মুস্তাফিজুর (১৮)।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. হামিদ উদ্দীন পিএসসি জানান, আটক আসামিরা গত দুই মাস আগে চাপাইনবয়াবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে রাজমিস্ত্রীর কাজ করতে যায়। পরে তারা উভয় ধামইরহাট সীমান্ত দিয়ে প্রবেশ করলে উপজেলার কালুপাড়া বিওপির সীমান্ত পিলার ২৭১ এর নিকট থেকে তাদের কে আটক করা হয়। 

এসময় তাদের নিকট থেকে সেলিং ফ্যান, মোবাইল ফোনসহ বিভিন্ন কাজের সরঞ্জাম জব্দ করা হয়।

কেএস 

Link copied!