Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

লোহাগড়ায় গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার  

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি      

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি      

জুলাই ৭, ২০২২, ০২:৩৯ পিএম


লোহাগড়ায় গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার  

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর মাউলী গ্রামের রতন সরদারের ছেলে বুলু সরদারের (৫৫) বাড়ি থেকে ১২ ফুট উচ্চতা একটি গাঁজার গাছসহ বুলু সরদারকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।                                   

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহ নেওয়াজ ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাঁজা গাছসহ আটক করেছে মাদক সেবী ও মাদক ব্যবসায়ী বুলু সরদারকে। 

জানা যায়, বুলু সরদার দীর্ঘদিন যাবত মাদক সেবন ও বিক্রির করে আসছে,ও তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আরো জানা যায়, বুলু সরদার দিঘলিয়া ইউনিয়নের মাউলী গ্রামসহ আশপাশ এলাকায় মাদক সরবরাহ করে।  

এ বিষয় নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন বলেন, বুলু সরদারের নামে মাদক মামলা রুজু হয়েছে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত আছে।


আমারসংবাদ/টিএইচ

Link copied!