Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে পান্ডব নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জুলাই ৭, ২০২২, ০৬:২৫ পিএম


বাকেরগঞ্জে পান্ডব নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু
ছবি-প্রতীকী

বরিশালের বাকেরগঞ্জে পান্ডব নদীতে পরে পানিতে ডুবে বিনতী রানী (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৭ জুন) সকাল সাড়ে ৭ টায় নদীর পানিতে পরে পানিতে ডুবে তিনি মারা গেছেন।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কবাই ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের জিতেন চন্দ্র হালদারের স্ত্রী বিনতী রানী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় তিনি বাড়ির সামনে পান্ডব নদীতে হাত-মুখ ধৌত করতে যায়।

এসময় তিনি নদীর পানিতে পরে গেলে সকাল ১০ টার দিকে বাড়ির অদূরে পান্ডব নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। 

থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন জানান, ঘটনার খবর পেয়ে তিনি গিয়ে লাশের সুরতহাল রিপোট তৈরী করেন। মৃত বিনতী রানীর মৃগী রোগ থাকায় তিনি পানিতে পরে আর উঠতে পারেননি।

আমারসংবাদ/এআই 

Link copied!