Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

মোটরসাইকেলে পদ্মা সেতু পারের চেষ্টা, যুবক আটক

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর প্রতিনিধি

জুলাই ৭, ২০২২, ০৬:৩৭ পিএম


মোটরসাইকেলে পদ্মা সেতু পারের চেষ্টা, যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে পদ্মা সেতু পারের চেষ্টার সময় মো. খালেদ মাহফুজ (২২) নামে এক যুবককে আটক করেছে সেতুতে থাকা সেনাবাহিনীর টহল দল।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এ সময় তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়। পরে সেনা টহল দলের সদস্যরা তাকে পদ্মা সেতু দক্ষিণ থানায় হস্তান্তর করেছে।
আটক খালেদ নড়াইলের নরাগাতি থানার পানি পারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানান, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে উঠে পড়েন মাহফুজ নামের এক বাইকার। 

বেলা ১১টার দিকে সেতু পার হয়ে জাজিরা প্রান্ত দিয়ে নামার সময় সেনাবাহিনীর টহল দলের সদস্যরা তাকে আটক করে। পরে পদ্মা দক্ষিণ থানায় তাকে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে আটক মাহফুজ পদ্মা দক্ষিণ থানা হেফাজতে রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আমারসংবাদ/টিএইচ

Link copied!