Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বালিয়াকান্দিতে ডোবা থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

জুলাই ৭, ২০২২, ০৮:৪৯ পিএম


বালিয়াকান্দিতে ডোবা থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজবাড়ীতে নিখোঁজের একদিন পর বাড়ীর পাশের ডোবা থেকে মরিয়ম (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। 

সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামের ইলিয়াছ শেখের মেয়ে। 

মরিয়মের পিতা ইলিয়াছ শেখ বলেন, তার মেয়ের মৃগী রোগ ছিল। বুধবার সকাল থেকেই নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজাখুজি করা হলেও পাওয়া যাচ্ছিল না। 

বৃহস্পতিবার দুপুরে বাড়ীর পাশে ডোবায় হানেফের স্ত্রী হাফেজা বেগম লাশ ভাসতে দেখে চিৎকার দেয়। পরে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে।

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, ওই বাড়ীতে আছি। তদন্তপুর্বক পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণ করা হবে। 

আমারসংবাদ/এআই 

Link copied!