Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাগাতিপাড়ায়

ঈদের দিন গৃহবধূর আত্মহত্যা!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

জুলাই ১০, ২০২২, ০১:৪৭ পিএম


ঈদের দিন গৃহবধূর আত্মহত্যা!

নাটোরের বাগাতিপাড়ায় উর্ণা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

আজ ঈদের দিনে রোববার (১০ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চকমহাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত গৃহবধূ ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী রোজিনা খাতুন (৩৫)।

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত রোজিনা একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নানা কৌশলে আত্মহননের চেষ্টা করতেন।

মৃতের স্বামী মিজানুর রহমান জানান, ঘটনার আগেরদিন রাতে তারা একই ঘরে ভোর ৪টা পর্যন্ত শুয়ে ছিলেন। ওই সময় পাশের ঘরে থাকা সাত বছরের মেয়ে সন্তান জান্নাতুল ফেরদৌসের কান্না শুনে তার স্ত্রী (রোজিনা) তাকে মেয়ের কাছে যেতে বলেন। 

এসময় মিজানুর মেয়ের কান্না থামিয়ে মেয়ের কাছেই ঘুমিয়ে পড়েন। পরে রোববার সকাল ৬টার দিকে জাগা পেয়ে ওই ঘরে গিয়ে তার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা স্থানীয় থানায় খবর দিলে পুলিশ গিয়ে রোজিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম গৃহবধূর আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার (১০ জুলাই) দুপুরেই রোজিনার লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Link copied!