Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

জুলাই ১১, ২০২২, ১১:১৯ পিএম


ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার

পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের অন্তর্গত পাঠাবুকা গ্রামের ঐতিহ্যবাহী আখড়াঘাটে ছোট যমুনা নদীতে ব্রিজ না থাকায় হাজার হাজার গ্রামবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সাঁকোতে পারাপার হচ্ছে।           

সরজমিনে দেখা যায়, ঈদের দিন নদীতে বাঁশের সাঁকো দিয়ে ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারাপার হচ্ছে মুসল্লিরা। 

গ্রামবাসীরা আক্ষেপ করে বলেন, প্রায় চল্লিশ বছর ধরে শুনছি আখড়াঘাটে ব্রিজ হবে কিন্তু আজও হয়নি। আসলে আমাদের দুঃখ কষ্ট কেউ বোঝেনা। 

এ ব্যাপারে জয়পুরহাট-১আসনের সংসদ সদস্য অ্যাড: সামছুল আলম দুদু জানান, ইতিমধ্যে আখড়া ঘাটের ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই নির্মাণ কাজ শুরু করা হবে।

কেএস

Link copied!