Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

যমুনায় গোসলে নেমে যুবক নিখোঁজ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ১২, ২০২২, ০১:০৬ পিএম


যমুনায় গোসলে নেমে যুবক নিখোঁজ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে মোঃ শরিফ (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (১১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শরিফ উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের মোঃ ফরহাদ হোসেনের ছেলে।

জানা যায়, গতকাল সোমবার আনুমানিক বেলা ১২টার দিকে শরিফ বন্ধুদের সাথে নৌকা নিয়ে পিকনিকে যায়। পিকনিক থেকে ফেরার পথে উপজেলার ভদ্রশিমুল এলাকায় যমুনা নদীতে সবাই মিলে গোসল করতে নামে। গোসল শেষে সবাই নৌকায় উঠে আসলেও শরিফ উঠে আসতে পরেনি। পরে বন্ধুরা মিলে নদী অনেক খোঁজাখুঁজি করেও শরিফের খোঁজ পায়নি। পরে আজ সকাল থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, উপজেলার গাবসারা ইউনিয়রে শরিফ নামের এক যুবক ও তার বন্ধুরা মিলে নৌকা নিয়ে পিকনিকে যায়। ফেরার পথে তারা ভদ্রশিমুল এলাকায় সবাই মিলে গোসল করতে নামে। গোসল শেষে সবাই নৌকায় উঠে আসলেও শরিফ নদীতে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন ও ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে বর্তমানে ঘটনাটি সিরাগঞ্জের আওতাধীন।

কেএস 

Link copied!