Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভৈরবে দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১২, ২০২২, ০৪:৫৭ পিএম


ভৈরবে দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে শম্ভুপুর ও পঞ্চবটি থেকে আলাদা আলাদা যুবক ও কিশোরসহ ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহতরা হলো- প্রিমিয়াম কানেকটিভিটি (ইন্টারনেট) কোম্পানীর কর্মচারী  প্রতাপ দাস ও মাহিন মিয়া। এ ঘটনায় ভৈরব থানায় আলাদা ২টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে প্রতাপ দাস একটি ম্যাসের ভাড়া বাসায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। কিন্ত কি কারনে আত্মহত্যা করেছে তারসহকর্মীরা কিছু বলতে পারে না। প্রতাপ দাস দীর্ঘ ৪/৫ বছর যাবৎ চাকরির সুবাদে  ভৈরবে শম্ভুপুওে তার সহকর্মীদেও সাথে ম্যাসে একটি ভাড়া বাসায় থেকে কাজ করতো। তার গ্রামের বাড়ি বরিশালের পিরিজপুরে বলে জানা গেছে। 

এছাড়া একই দিনে শহরের পঞ্চবটি পুকুরপাড়ে নবী হোসেনের পুত্র মাহিন ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এ সময় ঘরের ভিতর পরিবারের সবাই ঘুমিয়ে ছিল বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ২ জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করেছে। 

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় পৃথক ২টি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

কেএস 

Link copied!