Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সাহিদুল ইসলাম ভূঁইয়া

জুলাই ১২, ২০২২, ০৮:৩৯ পিএম


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
ফাইল ছবি

দীর্ঘ ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে গেলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে বিকেল সোয়া ৫টার দিকে উদ্ধারকারী ট্রেন বিজয়নগরে রেললাইন থেকে তেলবাহী ট্রেনের ওই ওয়াগনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মুকুন্দপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম থেকে আসা তেলবাহী একটি ট্রেন সিলেটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুকুন্দপুর ও হরষপুর সেকশনে ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Link copied!