Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গোদাগাড়ীতে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

রাজশাহী ব্যুরো 

রাজশাহী ব্যুরো 

জুলাই ১৩, ২০২২, ০২:৫৮ পিএম


গোদাগাড়ীতে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রাবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। তার নাম আনন্দ সরেন (১৩)। সে গোদাগাড়ীর লালাদীঘি গ্রামের বিশ্বনাথ সরেনের ছেলে।

বুধবার (১৩ জুলাই) বেলা ১১টার সময় উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বাসলীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে আনন্দ মারা যায়।

মৃত আনন্দ সরেনের স্বজনেরা জানান, আনন্দ হরিণবিস্কা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো। বেলা ১১টার দিকে সে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। তখন একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়ে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএস 

Link copied!