Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভৈরবে গর্ভবতী মায়েদের মাঝে দুধ বিতরণ ও আলোচনা সভা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১৩, ২০২২, ০৩:০৫ পিএম


ভৈরবে গর্ভবতী মায়েদের মাঝে দুধ বিতরণ ও আলোচনা সভা

কিশোরগঞ্জের ভৈরবে ২ হাজার ১শ গর্ভবর্তী মায়েদের মাঝে শিশু খাদ্য (নেদারল্যান্ডের ডানো) গরুর দুধ বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার দুপুরে সম্মেলন কক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে সুপ্রীম কোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল প্রধান অতিথি হিসেবে এ শিশু খাদ্য বিতরন করেন।

এ সময় প্রধান অতিথি সুপ্রীম কোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল বলেন, আমাদের সবচেয়ে বড় যে জিনিষটি করা দরকার তাহলো সন্তানদেরকে ধন সম্পত্তির চেয়ে  সু-শিক্ষা দেওয়া জরুরী। ধন সম্পদ না থাকলেও একটি শিক্ষিত মানুষ সমাজে সুন্দরভাবে বাচঁতে ও চলতে পারবে। নেদারল্যান্ডের ডানো কোম্পানীর পক্ষ থেকে বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদলের সহযোগিতায় অসহায় দরিদ্র গর্ভবতি মায়েদের পুষ্টির জন্য এ দুধ বিতরণ করা হয়। তবে ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রধান অতিথি আশ্বস্ত করেন। 

অনুষ্ঠানে ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেএস 
 

Link copied!