সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২২, ০৭:৪৫ পিএম
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২২, ০৭:৪৫ পিএম
জামালপুরের সরিষাবাড়িতে কোদুলা গ্রামের ভূমিহীন জামাল উদ্দিনকে (৬০) টিনের দুইচালা ঘর উপহার দেওয়া হয়েছে। মহাদান ইউনিয়ন ফোরামের উদ্যোগে এ ঘর তৈরি করে দেয়া হয়েছে।
মহাদান ইউনিয়ন ফোরাম সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের কোদুলা গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের ঘর না থাকায় দীর্ঘদিন ভাসমান হিসেবে বসবাস করে আসছিল। বিষয়টি মহাজন ইউনিয়ন ফোরামের নজরে আসলে এ ঘর বিতরণের উদ্যোগ নেওয়া হয়। ১ লাখ টাকা ব্যয়ে জামাল উদ্দিনকে ঘর তৈরি করে দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে ভূমিহীন জামাল উদ্দিনের হাতে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিলবালিয়া মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রউফ, মহাজান ইউনিয়ন ফোরামের নির্বাহী পরিচালক আবু তাহের, সাংবাদিক রাইসুল ইসলাম খোকন প্রমুখ ।
কোদুলা গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন বলেন, টিনের কর পাইয়া ভালই হইলো। এখন আর অন্যের বাড়িতে থাকন লাগবো না।
মহাদান ইউনিয়ন ফোরামের নির্বাহী পরিচালক আবু তাহের বলেন, ফোরাম থেকে ভূমিহীন জামাল উদ্দিনকে ঘর তৈরি করে দেওয়া হয়েছে।
কেএস