Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কেন্দুয়ায় হঠাৎ বেড়েছে ডায়রিয়া ও জ্বরের প্রকোপ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 

জুলাই ১৩, ২০২২, ০৭:৫২ পিএম


কেন্দুয়ায় হঠাৎ বেড়েছে ডায়রিয়া ও জ্বরের প্রকোপ

বলতে গেলে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার প্রতিটি পরিবারে কোন না কোন লোক আক্রান্ত হচ্ছে জ্বর ও ডায়রিয়ায়।

কারণ হিসেবে অনেকে বলছেন, বন্যার পানি চলে যাওয়ার পর থেকে পানি বাহিত রোগ ডায়রিয়া এবং ঘরে ঘরে ভাইরাস জ্বরে প্রকোপ বেড়ে গিয়েছে।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র মতে, প্রতিদিন জ্বর এবং ডায়রিয়া'য় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন লোকজন। যাদের অবস্থা জটিল তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। আবার অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। 

জ্বরে আক্রান্ত উপজেলা কান্দিউড়া ইউনিয়নের হারুন মিয়া, গোলাম জামাল বলেন, হঠাৎ সর্দি-কাশি পরে নাক দিয়ে পানি পড়া এবং শরীর ব্যথা, গলা ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে শরীরে তাপ বেড়ে যায় এবং ডায়রিয়া শুরু হয়ে শরীর দুর্বল হয়ে যায়। 

তারা আরো বলেন, প্রথমিক চিকিৎসা নিয়ে কিছুটা ভালো হয়ে এখন উন্নয়ন চিকিৎসার জন্য ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। 

এদের মধ্যে আরো অনেকের একই অবস্থায় প্রথমে জ্বর পরে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। 

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মাশরুফ ওয়াহিদ সাংবাদিকদের বলেন, প্রতিদিন ২০ থেকে ৩০ জন লোক ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

এই সমস্ত আক্রান্ত রোগীদের তিনি পরামর্শ দিচ্ছেন, প্রচুর পানি, স্যালাইন ও তরল খাবার খেতে হবে। বাশি পঁচা বা বাহিরের খাবার বর্জন করতে হবে। জ্বরে আক্রান্তদের ৩দিনের বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এন্টিবায়োটিক খেতে হবে।

কেএস 

Link copied!