Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

একরাতে চার বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও 

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

জুলাই ১৩, ২০২২, ০৮:৫০ পিএম


একরাতে চার বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও 

একরাতে উপজেলার চারটি ইউনিয়নে অভিযান চালিয়ে চারটি বাল্যবিয়ে বন্ধ করলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান। এসময় পরবর্তীতে বাল্যবিয়ে না দেওয়ার শর্তে অভিভাবকদের নিকট থেকে মুচলেকা নেওয়ার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। 

বিষয়টি বুধবার (১৩ জুলাই) দুপুরে নিশ্চিত করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান।

মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে, ভাঙ্গাবাড়ি ইউনিয়নের শেলবরিষা গ্রামে, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ও দৌলতপুর ইউনিয়নের ক্ষিদ্র গোপরেখী গ্রামে অভিযান চালিয়ে এসব বাল্যবিয়ে বন্ধ করেন ইউএনও আনিসুর রহমান।

ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই চারটি বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। এসব বাল্যবিয়ে আয়োজন করায় অভিভাবকদের কাছ থেকে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়াও প্রতি অভিযানে কনের বাবার কাছ থেকে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। 

কেএস 

Link copied!