Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মেয়েকে দেখতে গিয়ে প্রাণ হারালেন বাবা

লালমোহন প্রতিনিধি

লালমোহন প্রতিনিধি

জুলাই ১৪, ২০২২, ০৩:৪১ পিএম


মেয়েকে দেখতে গিয়ে প্রাণ হারালেন বাবা

মেয়েকে দেখতে তার স্বামীর বাড়ি রওয়ানা হয়ে পথিমধ্যে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বাবা চিত্তরঞ্জন দাস (৬০)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ডাঃ আজহারউদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড নমগ্রামের মৃত হিরালাল দাসের ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চিত্তরঞ্জন পেশায় লন্ড্রি ব্যবসায়ী। বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। আজ সকালে মেয়েকে দেখতে বাড়ি থেকে কুঞ্জেরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। পথিমধ্যে ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে থেকে বাসে উঠতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান। এসময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চিত্তরঞ্জন।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) মোঃ এনায়েত হোসেন। তিনি বলেন, ঘাতক বাস শনাক্ত করা যায়নি, তবে সন্দেহভাজন হিসেবে দুটি বাস আটকপূর্বক থানা হেফাজতে রাখা হয়েছে।

কেএস 

Link copied!