Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

রিকশাচালক হত্যা: একই পরিবারের সাতজনের যাবজ্জীবন

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৪, ২০২২, ০৬:১১ পিএম


রিকশাচালক হত্যা: একই পরিবারের সাতজনের যাবজ্জীবন

নড়াইলে পূর্বশত্রুতার জেরে রাজু শেখ নামে এক রিকশাচালকে হত্যার দায়ে তিন সহোদরসহ সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কেরামত আলী এই আদেশ দেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নড়াইলের নড়াগাতির কলাবাড়িয়া চরকান্দি গ্রামের মোসলেম শেখ, শামীম শেখ, দাউদ শেখ, বুলু শেখ, দুল শেখ, কুটি শেখ, নাসিম শেখ, সেকেন শেখ। 

আসামিরা সবাই একই পরিবারের সদস্য, এদের মধ্যে দাউদ শেখ, বুলু শেখ, দুল শেখ আপন তিন ভাই ও দাউদ শেখের ছেলে শামীম শেখ। 

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৩০ এপ্রিল বিকেল ৫টার সময় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াগাতি থানার কলাবাড়িয়া চর কান্দিপাড়ায় রাজু শেখ ঢাকা থেকে এসে চাচা ও তার পিতার সঙ্গে দেখা করে ফেরার পথে কলাবাড়িয়া হাটের কেরামতের দোকানের নিকট পৌঁছালে আসামিরা তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে  মারাত্মক জখম করে। 

স্বজনরা তাকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে ভর্তি করলে রাত আনুমানিক ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এ ঘটনায় রাজু শেখের ভাই রফিক শেখ বাদী হয়ে মোট আটজন আসামির বিরুদ্ধে মামলা করেন। মামলা চলাকালীন সময়ে ১নং আসামি মোসলেম শেখ মারা যান। 

এদিকে সাক্ষীদের সাক্ষ্য নেয়া শেষে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলী এ রায় প্রদান করেন। আদেশ প্রদানের সময় মামলার পাঁচ আসামি উপস্থিত ছিলেন বাকি দুইজন শামীম শেখ ও দুলু শেখ পলাতক ছিলেন। 


আমারসংবাদ/টিএইচ

Link copied!