Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জয়পুরহাটে

লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

জুলাই ১৬, ২০২২, ১২:২৮ পিএম


লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে একতা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। বর্তমানে সান্তাহার-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

শনিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন সান্তাহার জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম। 

তিনি বলেন, ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি উদ্ধার করেছে।

এর আগে অতিরিক্ত যাত্রীর কারণে শনিবার (১৬ জুলাই) ভোর ৫টার দিকে তিলকপুর আউট সিগনালের আগে একতা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি লাইনচ্যুত হয়। এর ফলে জয়পুরহাটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

ট্রেনের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও যাত্রীরা জানান, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। অতিরিক্ত যাত্রীর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

আমারসংবাদ/এআই
 

Link copied!