Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নিখোঁজের ১০ দিন পর পোশাক কর্মীর লাশ উদ্ধার

শরিফ শেখ, সাভার

শরিফ শেখ, সাভার

জুলাই ১৭, ২০২২, ০৪:৩৭ পিএম


নিখোঁজের ১০ দিন পর পোশাক কর্মীর লাশ উদ্ধার

নিখোঁজের দশ দিন পর সাভারের তুরাগ নদী থেকে ক্ষতবিক্ষত অবস্থায় এক পোশাক কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে উপজেলার আমিনবাজারে তুরাগ নদীর কেবলারচর থেকে ভাসমান অবস্থায় নৌ পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মহদেহ উদ্ধার হওয়া ওই যুবকের নাম ইমন রহমান (২১)। গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে তিনি কাজ করতেন।

আমিনবাজার নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন জানান, গত ৭ জুলাই বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে আজিবর রহমানের ছেলে ইমন নিখোঁজ হন। নিখোঁজের সেই দিনেই তার পরিবার কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

পরে রোববার সকালে আমিনবাজারের কেবলারচরের তুরাগ নদী থেকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ক্ষতবিক্ষত তার লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, হত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে সাভারের কাজী মোকমাপাড়া এলাকা থেকে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও আশুলিয়া ও ধামরাইয়ে তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃওরা। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

কেএস 

Link copied!