ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
জুলাই ১৭, ২০২২, ০৪:৪৩ পিএম
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
জুলাই ১৭, ২০২২, ০৪:৪৩ পিএম
সিলেটের ফেঞ্চুগঞ্জে বাবুর্চির দায়ের কোপে 'আশা' এনজিও প্রতিষ্ঠানের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল কাশেম (৪৮) খুন হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে পুরানবাজার নিজামপুরে আশার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাশেম হবিগঞ্জের চুনারুঘাট থানার খবিলাশপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি আশার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবুল কাশেম অফিসে কাজ করছিলেন। অফিসের অন্যান্য সহকর্মীরা তখন অফিসের বাইরে ছিলেন। এ সময় অফিসের বাবুর্চি ফজল তাকে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফজল পালাতক রয়েছে।
আবুল কাশেমের স্ত্রী জানান, আমি দুজনের কথা কাটাকাটি শুনতে পাই। তারপর আর কিছু বুঝে উঠতে পারিনি। দৌড়ে গিয়ে দেখি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় অফিসের মেঝেতে পড়ে আছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিষ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান বলেন, এই অফিসের বাবুর্চি মো. ফজল মিয়া দা দিয়ে কুপিয়ে আবুল কাশেমকে হত্যা করে। ফজল মিয়ার বাড়ি সিলেটের জকিগঞ্জে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে কি কারণে আবুল কাশেমকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
কেএস