Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বোয়ালমারীতে গুল খেয়ে কৃষকের আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জুলাই ১৮, ২০২২, ০৬:০৩ পিএম


বোয়ালমারীতে গুল খেয়ে কৃষকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামে পরিবারের সাথে অভিমান করে এক কৃষক গুল খেয়ে আত্মহত্যা করেছে। ওই কৃষক ফেলু কাজী ওরফে শাহিন (৩০) টোংরাইল গ্রামের হামিদ কাজীর ছেলে। ফেলুর এক সন্তান রয়েছে। 

থানা সূত্রে জানা যায়, সোমবার (১৮ জুলাই) সকাল ১১ টার দিকে পরিবারের সাথে  অভিমান করে গুল খায়। পরে তাকে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুর ১টার দিকে সে মারা হয়।

লাশ উদ্বারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার এসআই মামুনুর রশিদ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ফেলু কাজীর লাশ তার পরিবারের নিকট হস্তন্তর করা হয়েছে।

Link copied!