কুমিল্লা প্রতিনিধি
জুলাই ১৮, ২০২২, ০৭:২৫ পিএম
কুমিল্লা প্রতিনিধি
জুলাই ১৮, ২০২২, ০৭:২৫ পিএম
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটরিয়ামে বার্ডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খানের ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে “ড. আখতার হামিদ খান: তার জীবন, কর্ম, পল্লী উন্নয়ন দর্শন ও বর্তমান প্রাসঙ্গিতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (বার্ডের মহাপরিচালক) মোঃ শাহজাহান।
প্রধান অতিথি বলেন, সারা বিশ্বে পল্লী উন্নয়নের পুরোধা ব্যক্তিত্ব ড. আখতার হামিদ খান। তাঁর নেতৃত্বে বার্ডের উদ্ভাবিত “দারিদ্র্য বিমোচনে কুমিল্লা মডেল” সারা বিশ্বে সমাদৃত। উক্ত সেমিনারে সভাপতিত্ত্ব করেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল ইসলাম। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য, পরিচালক (প্রশাসন), বার্ড। সেমিনারে আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষণার্থী, বার্ডের অনুষদবর্গসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
সেমিনারে বার্ডের প্রশিক্ষণ বিভাগের পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন আবদুল্লাহ আল মামুন, পরিচালক (প্রশিক্ষণ), বার্ড। উক্ত সেমিনারের সেমিনার পরিচালকের দায়িত্ব পালন করেন ড. শেখ মাসুদুর রহমান, যুগ্ম পরিচালক, বার্ড এবং সহকারী সেমিনার পরিচালকের দায়িত্ব পালন করেন কামরুল হাসান, সহকারী পরিচালক, বার্ড।
কেএস