Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চৌহালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১৯, ২০২২, ১১:৪১ এএম


চৌহালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত, মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য ও মৎস্যজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির প্রাণীর পুষ্টির উৎস হিসেবে তার গুরুত্ব সম্পর্কে সচেতন করার জন্য প্রতিবছরের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২, আগামী ২৩থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে জৈষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ, মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া ও জৈষ্ঠ সাংবাদিক আব্দুল লতিফ (মাইটিভি), রোকনুজ্জামান রকু (যায়যায়দিন) প্রমূখ৷

কেএস 

Link copied!