Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধামইরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

জুলাই ১৯, ২০২২, ০৪:১০ পিএম


ধামইরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

নওগাঁর ধামরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ শিক্ষার্থী, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, হামদ, নাথ, কবিতা আবৃত্তি বিজয়ীদের মাঝে ৭৩টি পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম, ধামইরহাট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Link copied!