Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাগাতিপাড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

জুলাই ১৯, ২০২২, ০৮:২৬ পিএম


বাগাতিপাড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা

নাটোরের বাগাতিপাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সাবেক সম্মানিত সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম খান ডাবলু কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, পৌর মেয়র অধ্যক্ষ শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জের পক্ষে এস আই আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, অধ্যাপক ইউনুস আলী, বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি আল-আফতাব খান সুইট প্রমুখ।

সভায় বাগাতিপাড়ার সার্বিক আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

আলোচনান্তে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম খান ডাবলুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় ও আ'লীগ নেতা নূরুল ইসলাম ঠাণ্ডু। এ সময় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি শোক প্রস্তাবনা প্রদান করেন।

এছাড়া প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ঈমাম, পুরোহিত, সুধীজন ও স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে বাগাতিপাড়া উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন।

Link copied!