Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অপসারণের দাবিতে বিক্ষোভ 

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুলাই ২০, ২০২২, ০৫:৪৮ পিএম


মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অপসারণের দাবিতে বিক্ষোভ 

পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তারের অপসারণের দাবিতে মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে বাজার ব্যবসায়ীরা। 

বুধবার (২০ জুলাই) দুপুরে মহালছড়ি বাজার ব্যবসায়ীরা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মহালছড়ি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুশীল দাশ বিক্ষোভ মিছিলের নেতৃত্বদেন। 

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার যোগদানের পর থেকে একের পর এক সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের সাথে খারাপ আচরণ, স্বেচ্ছাচারিতা,নানা অনিয়ম ও ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ করেন ব্যবসায়ীসহ স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারকে অপসারণের এক দফা দাবি জানিয়ে দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

বক্তারা আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দূর্নীতিবাজ ইউএনও অপসারণের দাবী পুরণ না হলে কঠোর থেকে আরো কঠোর আন্দোলন যাবে বলে উল্লেখ করে অনিদিষ্টকালের জন্য মহালছড়ি বাজারের সকল দোকানপাট বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।

তারা জানান, পাহাড় কাটার অপরাধে আব্দুর রশিদ নামে এক ব্যবসায়ীকে জেল-জরিমানা দেয় তিনি। তবে সেটি নিয়ম তান্ত্রিকভাবে নয়। ইউএনও নিজে পাহাড় কাটার সাথে দায়ী। তিনি অনৈতিক সুবিধা নিয়ে বিভিন্ন জায়গায় পাহাড় কাটার অনুমতি দিয়ে আসছিলেন। শুধু তাই নয় নিজেও জলে ভাসা জায়গা পাহাড় কেটে মাটি ভরাটের অভিযোগ উঠেছে। নিজের খেয়াল খুশিমত ব্যবসায়ীদের অপমান, ইচ্ছেমত জেল-জরিমানা ও অর্থ দাবি করার জেরে এ ধর্মঘট ডাকে ব্যবসায়ীরা। 

এ ঘটনায় বুধবার সকাল থেকে মহালছড়ি বাজারের সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।

মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও জোবাইদা আক্তার) এর সামনে সমাবেশ করে তার অপসারণ দাবি জানান। নইলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানান ব্যবসায়ীরা। 

সমাবেশে বক্তব্য রাখেন, মহালছড়ি বাজার ব্যবসা সমিতির সভাপতি সুনীল দাশ ও ব্যবসায়ী বাবলু দে,এতে সংহতি প্রকাশ করেন মহালছড়ি ছাত্রলীগের সভাপতি মো: জিয়াউর রহমান।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার মহালছড়ি বাজারের ব্যবসায়ী মো. আবদুর রসিদকে পাহাড় কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমান ও অনাদায়ে ৭ দিনের জেল দেন। এ ঘটনার মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতি এক সভায় মহালছড়ি বাজারে বুধবার থেকে ২৪ ঘন্টা সকল দোকান পাট বন্ধ রাখাসহ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে।

মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, (ইউএনও) জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদানের পর থেকেই সাধারণ মানুষকে অহেতুক জরিমানাসহ নানা হয়রানি করে যাচ্ছেন। এ কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে মহালছড়ি (ইউএনও) জোবাইদা আক্তারকে বার বার মুঠোফোনে চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কেএস 

Link copied!