Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কমলগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 

জুলাই ২০, ২০২২, ০৫:৫৭ পিএম


কমলগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে মৌলভীবাজারের কমলগঞ্জে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২০ জুলাই) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে সকাল ১০টায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই শিশুর নাম জীবন কর। সে মধ্যভাগ গ্রামের ইবন করের ছেলে।

ছেলেটির বাবা ইবন কর বলেন, পরিবারের সবার অগোচরে বুধবার সকাল ১০টায় তার ছেলে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১ ঘণ্টা পর সকাল ১১টার দিকে তাকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. এনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

কেএস 

Link copied!