Amar Sangbad
ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪,

পর্যাপ্ত পারিশ্রমিক দিলে বাংলাদেশে তৈরি পোশাকের মান আরও বাড়াবে: ইইউ রাষ্ট্রদূত

শরিফ শেখ, সাভার 

শরিফ শেখ, সাভার 

জুলাই ২০, ২০২২, ০৭:০৯ পিএম


পর্যাপ্ত পারিশ্রমিক দিলে বাংলাদেশে তৈরি পোশাকের মান আরও বাড়াবে: ইইউ রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের পোশাক শ্রমিকরা অত্যন্ত দক্ষ। তাদের পর্যাপ্ত পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা দিলে বাংলাদেশে তৈরি পোশাকের মান আরও বাড়বে।

বুধবার দুপুরে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় আমান স্পিনিং মিলস লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আরও বলেন, বাংলাদেশ বিনিয়োগ বান্ধবদেশ। বাংলাদেশের কারখানায় তৈরি পোশাক ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে। 

বাংলাদেশকে সব বিষয়ে তারা সহযোগিতা করতে প্রস্তুত বলেও মন্তব্য করে তিনি। এসময় শ্রমিকদের সাথে খোলামেলা কথা বলেন ও কারখানাটির সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

কারখানা পরিদর্শনকালে আমান স্পিনিং মিলস লিমিটেড কারখানার চেয়ারম্যান এম আমান উল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক তাহরিন আমান, জেনারেল ম্যানেজার সুমন সাহা, এজিএম নাহিদুর রহমান, সিনিয়র ম্যানেজার আমিনুল ইসলাম, এ্যাডমিন এন্ড এইচআর মনসুর আলী, ব্যবস্থাপক আরিফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

কেএস 

Link copied!