Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সমুদ্র সৈকতে ভেসে এলো নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

সফিউল আলম, কক্সবাজার 

সফিউল আলম, কক্সবাজার 

জুলাই ২০, ২০২২, ০৭:২২ পিএম


সমুদ্র সৈকতে ভেসে এলো নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্র আবদুল্লাহ (১৬) এর মৃতদেহ ভেসে এসেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সৈকতের সোনারপাড়াস্থ ডেইল পাড়া উপকূলে মৃতদেহটি ভেসে আসে বলে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।

তিনি জানান, বুধবার বেলা ১১ টার দিকে পরিবারের সদস্যদের সাথে নিয়ে গোসলে নেমে ইনানী সৈকত থেকে এই স্কুল ছাত্র নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য তৎপরতা চালালো কেউ উদ্ধার করতে পারেনি। সাড়ে ৭ ঘন্টা পর মৃতদেহ ভেসে আসে।

আবদুল্লাহ সেনা বাহিনীতে কর্মরত চিকিৎসক কর্ণেল শহিদের ছেলে এবং তাদের বাসা ঢাকার মহাখালী ডিওএইচএস। আবদুল্লাহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

কেএস 

Link copied!