Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান এটিএম শামসুল হক আর নেই

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

জুলাই ২০, ২০২২, ০৭:৪৯ পিএম


জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান এটিএম শামসুল হক আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, সিরডাপ এর সাবেক মহাপরিচালক, বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও পূর্ণ মন্ত্রীরমর্যাদায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব এটিএম শামসুল হক ঢাকাইব্রাহিম কার্ডিয়াক সেন্টারের আইসিইউতে বুধবার সকাল ৯.৩০ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

কুমিল্লা বিষ্ণুপুর এনএইচএন ডায়াবেটিস সেন্টার ও প্রস্তাবিত খায়রুন্নেসা মেডিকেল কলেজ এবংরাবেয়া নার্সিং কলেজ এর জমির দাতা এই শামসুল হকের মতো অত্যন্ত মেধাবী দেশপ্রেমিক ওনিজের সর্বস্ব জনস্বার্থে বিলিয়ে দেয়া দানবীর ও সমাজসেবক এ-যুগে বিরল। তিনি কুমিল্লা শহরের তার বিষ্ণুপুরের বাড়ির ১২৫ শতক জায়গা বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ ওনার্সিং কলেজের জন্য দান করেন যেখানে ১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট হাসপাতালের ৫ ৩লাইতোমধ্যে সমাপ্তির পথে।  

গামতী নদীর উত্তর পাড়ে আমড়াতলী ইউনিয়নের শিমপুর নিজ গ্রামে আনসার আলী ফাউন্ডেশন ও  কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে দারিদ্র্য দূরীকরণ ও কারিগরি শিক্ষায় বিশেষভূমিকা রাখছেন এবং ট্রাস্টের মাধ্যমে নিজের সমস্ত সম্পদ জনকল্যাণে ব্যয় করছেন। 

উল্লেখ্য, কুমিল্লা সদর আসনে আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯৬ এবং ২০০১ সালে এমপি পদ প্রার্থী ছিলেন এ টি এম শামসুল হক। আওয়ামী লীগের ৯৬ সালের সরকারের সময় তিনি মন্ত্রী পদমর্যাদায় জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন।

কেএস 
 

Link copied!