Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিশ্ববিদ্যালয়ের নাম ভুল করায় বাকৃবি প্রশাসনের প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

জুলাই ২১, ২০২২, ০৫:৫৮ পিএম


বিশ্ববিদ্যালয়ের নাম ভুল করায় বাকৃবি প্রশাসনের প্রতিবাদ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবর্তে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় লেখায় প্রতিবাদ জানিয়েছে বাকৃবি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবাদ লিপিতে জানানো হয়, ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় লোডশেডিং সংক্রান্ত বিভিন্ন এলাকার তালিকা প্রকাশ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগ -২ (দক্ষিণ) ময়মনসিংহ অঞ্চল । 

সোমবার ১৮ জুলাই প্রকাশিত তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় লেখা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বমহল ক্ষোভ ও তীব্র প্রতিবাদ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। 

এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করেছে । 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ অঞ্চল ভবিষ্যতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম লেখার ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান এবং এবং তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের করার অনুরোধ করে বাকৃবি প্রশাসন।

 

আমারসংবাদ/ টিএইচ

Link copied!