Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ত্রিশাল আ.লীগের সম্মেলন: সভাপতি কালাম-সম্পাদক ইকবাল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ২২, ২০২২, ০৪:৩৭ পিএম


ত্রিশাল আ.লীগের সম্মেলন: সভাপতি কালাম-সম্পাদক ইকবাল

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আবুল কালাম  ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসেন।

বৃহস্পতিবার বিকালে দীর্ঘ ১৯ বছর পর ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল শেষে সভাপতি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালাম মো. শামছুদ্দিনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক ছাত্রনেতা, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইকবাল হোসেনকে।

কমিটি গঠনে চমক ও নতুনত্ব প্রত্যাশা করেছিলেন নেতাকর্মীরা। কিন্তু এমন চমকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের যেন প্রত্যাশার চেয়ে প্রাপ্তিই বেশি। এবারের সম্মেলনে বিতর্কিতরা স্থান পায়নি। দলীয় নির্দেশ উপেক্ষা করে যারা বিভিন্ন সময় অবস্থান নিয়েছে, তাদের এবারের কমিটিতে রাখা হয়নি।

এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কখনো সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি বা কারও পক্ষে অবস্থান নেননি।

এর আগে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকার সভাপতিত্বে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সস্পাদক অসিম কুমার উকিল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব  হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী সহ উপজেলা ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। 

আলহাজ্ব আবুল কালাম সভাপতি ও মোহাম্মদ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Link copied!