Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধনবাড়ীতে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ২৩, ২০২২, ০৪:১৭ পিএম


ধনবাড়ীতে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর বি,এন, পির উদ্দোগে গতকাল ২২ জুলাই সন্ধায় ধনবাড়ী সরকারী ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ধনবাড়ী উপজেলার ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয় উপজেলা বিএনপির সভাপতি হিসাবে অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. এনামুল হক এবং পৌর বিএনপির সভাপতি পদে এসএমএ সোহবান ও সাধারণ সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম স্বপনের নাম ঘোষণা করেন। 

অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য জেলা বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহি কমিটি সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, প্রধান বক্ততা বক্তব্য রাখেন জাতীয় নির্বাহি কমিটি বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ সালাম আজাদ, সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেনজীর আহমেদ টিটু, মাহমুদুল হক সানু, এড. ফরহাদ ইকবাল প্রমূখ। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএপির অন্যান্য নেতৃবৃন্দরা।

কেএস 

Link copied!