Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে গৃহবধূকে জবাই করে হত্যা 

কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জ প্রতিনিধি 

জুলাই ২৩, ২০২২, ০৬:৩৭ পিএম


কিশোরগঞ্জে গৃহবধূকে জবাই করে হত্যা 

কিশোরগঞ্জে দিনে দুপুরে গৃহবধূকে জবাই করে হত্যা করেছে তারই স্বামীর ভাগ্নে।

শনিবার দুপুর ২ টায় পূর্ব হারুয়া উসমান গণি ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে। নিহত রেকসানা (৩০) পূর্ব হারুয়া উসমান গণী ছাত্রাবাস এলাকার তাজুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় ঘাতক ভাগ্নে মামুনকে (২৭) আটক করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। ঘাতক মামুন একই এলাকার সুরাফ মিয়ার ছেলে।সে পেশায় রংমিস্ত্রি।নিহত রোকসানার ১ টি মেয়ে ও ২ টি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেকসানার সঙ্গে তার স্বামী তাজুল ইসলামের ভাগ্নে মামুনের পরোকিয়ার সম্পর্ক ছিল। নিহতের স্বামী তাজুল ইসলাম তার ভাগ্নে মামুনকে তার বাসায় আসতে নিষেধ করেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে ঘরে ঢুকে মামুন রেকসানাকে জবাই করে হত্যা করে। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকেই কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ঘাতক মামুনকে আটক করে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, মামির সঙ্গে ভাগ্নের পারিবারিক কারনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক মামুনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে।


আমারসংবাদ/টিএইচ
 

Link copied!