Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুমিল্লার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফটিকছড়িতে 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

জুলাই ২৩, ২০২২, ০৮:০৫ পিএম


কুমিল্লার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফটিকছড়িতে 

কুমিল্লার এক মাদক মামলায় দু'বছরের সাজাপ্রাপ্ত মোঃ হাসান (৫০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।  

শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফটিকছড়ি থানার উত্তর রাঙ্গামাটিয়া মোহাম্মদ জামান চৌধুরী বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামি ওই এলাকার মৃত সমসের আলী ড্রাইভারের পুত্র।

পুলিশ জানায়, কুমিল্লার কোতোয়ালী থানার মামলা নং- ৭৫(৮)২০০২; ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) এর অপরাধে গত ১৯ এপ্রিল দু'বছরের সশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদ-; অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন আদালত। এ রায়ের প্রেক্ষিতে প্রেরিত ওয়ারেন্ট মূলে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ারের নেতৃত্বে এএসআই মোঃ মিজানুর রহমানের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় আসামী হাসানকে গ্ৰেফতার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আজ সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কেএস 

Link copied!