Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হিলি দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু 

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

জুলাই ২৩, ২০২২, ০৮:০৭ পিএম


হিলি দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু 

দীর্ঘ ১১ মাস বন্ধের পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর পথে চাল আমদানি শুরু হয়েছে। 

শনিবার (২৩ জুলাই) দুপুরে চাল বোঝাই তিনটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

হিলি কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। শনিবার দুপুর থেকে চাল বোঝাই ট্রাকগুলো বন্দরে প্রবেশ করেছে।

তিনি আরও বলেন, আশা করছি ভারত থেকে চাল আমদানির ফলে দেশের বাজারে চালের দাম অনেকটা স্বাভাবিক হবে।

কেএস 

Link copied!