Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বোরহানউদ্দিনে মোটরসাইকেল চুরি 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

জুলাই ২৫, ২০২২, ০৪:৫৫ পিএম


বোরহানউদ্দিনে মোটরসাইকেল চুরি 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই ঘটছে মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন চুরির ঘটনা। তবে দিগন্ত নামের এক চোর আতংকে রয়েছে মোটরসাইকেল চালকরাসহ বিভিন্ন পেশার মানুষ। 

বোরহানউদ্দিন পৌর ৫ নং ওয়ার্ডের পূর্ববাজার এলাকার শান্তিপাড়া থেকে একটি ডিসকাভার  মোটরসাইকেল চুরি করেছে ওই দিগন্ত নামের চোর।  যাহার রেজিস্ট্রেশন নং ভোলা- হ - ১১-৮৯১৮। ইঞ্জিন নম্বর - JBYWJG03202,  চেচিচ নম্বর- MD2B44BY4JWG98227, । সিসি ক্যামেরার ফুটেজে পেশাদার চোর দিগন্তকে ডিসকাভার মোটরসাইকেলটি চুরি করতে দেখা গেছে।  

গত ১৮ জুলাই (সোমবার) দুপুর আনুমানিক ১২ টায় এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া মোটরসাইকেল বড় মানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নজরুল ইসলাম দুলালের। পূর্ববাজার শান্তিপাড়া এলাকায় নিজ মোটরসাইকেল রেখে বোরহানউদ্দিন ইসলামী ব্যাংক শাখায় নিজ একাউন্টে টাকা জমা দিতে যায় নজরুল ইসলাম দুলাল। কিছুক্ষণ পরে এসে মোটরসাইকেল না পাওয়ায় নিরুপায় হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নজরুল ইসলাম দুলাল। 

পরে পুলিশ ঘটনাস্থল এসে সিসি ক্যামেরা ফুটেজ দেখে ওই পেশাদার চোর দিগন্তকে সনাক্ত করেন। পরে দিগন্তর পরিবারকে বিষয়টি জানালে তার মা দিগন্ত"র সাথে মোবাইল ফোনে কথা বলেন। এবং বাংলাবাজার চোর চক্রের গ্যাংদের সাথে দিগন্ত থাকেন সেখানে মোটরসাইকেল আছে কিছু টাকা দিলে মোটরসাইকেল ফেরত দিবেন বলে চোর দিগন্তের মা জানান। মোটরসাইকেল চোর দিগন্ত বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জয়া সড়কের তুলাগাছ তলার ভবেশ এর ছেলে। 

দিগন্তের মা মনিকা রাণী জানান, দিগন্ত ছোট বেলা থেকেই মোবাইলসহ মানুষের ছাগল ও মুরগি চুরি করত। একাধিকবার জরিমানা দিয়েছি। টনিরহাট বাংলাবাজার এলাকায় তার গ্যাংদের সাথে থাকেন দিগন্ত। চোরদের প্রধান বাংলাবাজার থাকেন। তাদের সহোযোগিতায় মোটরসাইকেল চুরি করছে দিগন্ত। সেখেনে রয়েছে পুরো ভোলা জেলার মোটরসাইকেল চোর চক্রটি। তারা বাংলাবাজার দৌলতখান সড়কে একটি ফ্লাট বাসা ভাড়া নিয়ে থাকেন। বিভিন্ন চুরির ঘটনায় কয়েকটি মামলায় জেল খেটেছে দিগন্ত। আমরা জেল থেকে জামিনে না আনলেও তার গ্যাংরা তাকে বার বার জেল থেকে জামিনে ছারিয়ে আনেন। 

স্থানিয়রা জানান, ছোট বেলা থেকেই চুরি করাই দিগন্তের পেশা ও নেশা। তার মা তাকে চুরির সেল্টার দিচ্ছেন।তিনি বোরহানউদ্দিন উপজেলা থেকে একাধিক মোটরসাইকেল চুরি করেছে। মোটরসাইকেল গুলো ভোলা টনিরহাট বাংলাবাজার আরেকটি চোর চক্রের কাছে বিক্রি করেন। সেখেনে রয়েছে পুরো ভোলা জেলার মোটরসাইকেল চোর চক্রটি। অন্যদিকে  চোরদের সাথে কখনো আপোষ করেনি বোরহানউদ্দিন থানা পুলিশ। চোরসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে রাতেও পুলিশকে টহলসহ পাহারা দিতে দেখা গেছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, অভিযুক্ত দিগন্তকে গ্রেপ্তারের চেষ্টা ও মোটরসাইকেল উদ্ধারকাজ চলমান আছে।

কেএস 

Link copied!