Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রামে একদিনে ২০ জনের করোনা শনাক্ত 

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রাম প্রতিনিধি 

জুলাই ২৬, ২০২২, ১১:০৪ এএম


চট্টগ্রামে একদিনে ২০ জনের করোনা শনাক্ত 

চট্টগ্রামে একদিনে ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় ২৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ১৬ শতাংশ।

মঙ্গলবার (২৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ১৬ জন নগরের এবং ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৪২৬ জন।

এর মধ্যে নগরের ৯৩ হাজার ৬১৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮১০ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কেএস 
 

Link copied!