Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ বছর পর সিজার ও অপারেশন চালু

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২২, ১২:৩৪ পিএম


ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ বছর পর সিজার ও অপারেশন চালু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৮২ সালে স্থাপ্তির দীর্ঘ ৪০ বছর পর চালু হলো বিনামূল্যে সিজার অপারেশন। এতে চিকিৎসা সেবায় এক যুগান্তরকারী পরিবর্তন ঘটেছে।

হাসপাতাল ও উপজেলার দরিদ্র মানুষসহ সকলের মাঝে প্রাণ ফিরে পেয়েছে। ভেদরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসান ইবনে আমিনের আপ্রাণ চেষ্টায় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি ও নাহিম রাজ্জাক এমপির প্রচেষ্টা এবং স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হ্যাল্থ কেয়ার ওপারেশনার প্ল্যানের লাইনডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর ও প্রোগ্রাম ম্যানেজার হাসিবুর রহমান ভূঁইয়ার সহযোগিতায় সোমবার (২৫ জুলাই) আনুষ্ঠানিক ভাবে বিনা মূল্যে সিজার অপারেশন চালু করা সম্ভব হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: হাসান ইবনে আমিনের সার্বিক তত্ত্বাবধানে অপারেশন টিমে ছিলেন, ডাঃ-মোঃ মাসুম আবিদ, ডা:তাসমিয়া প্রমি, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ড ইনচার্জ সাদিয়া আফরিন, কন্সা স্টাফ নার্স নুরুন্নাহার। এছাড়া হাসপাতালের মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্সসহ সকল স্টাফগণ উপস্থিত ছিলেন।

বিনামূল্যে সিজার ও অপারেশন করা রোগী কলি (২২) স্বামী মোঃ রাজু ও স্বজনরা জানান, বিনামূল্যে সিজার অপারেশন করতে পারায় আমরা খুব খুশি। আমাদের পক্ষে ১৫-২০ হাজার টাকা যোগাড় করা সম্ভব হত না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান ইবনে আমিন বলেন, আমরা সিজার অপারেশন ব্যবস্থা চালু করেছি। এর ফলে উপজেলার প্রত্যন্ত এলাকায় বসবাসকারী গর্ভবতী মায়েদের আর শহরের হাসপাতাল ও ক্লিনিকের উপর নির্ভর করতে হবে না। চিকিৎসা জনিত অবহেলায় ঝরবেনা কোন অসহায় গর্ভবতী মায়ের প্রাণ, পাশাপাশি গত ১৩ এপ্রিল ২০২২ তারিখে চালু হয়েছে ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম প্যাথলজি ল্যাব সহ ২০ রকম পরীক্ষা।

কেএস 

Link copied!