Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভালোবাসার টানে ইতালির যুবক ঠাকুরগাঁওয়ে, করলেন বিয়ে

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৬, ২০২২, ০৩:২৮ পিএম


ভালোবাসার টানে ইতালির যুবক ঠাকুরগাঁওয়ে, করলেন বিয়ে

ভালোবাসার টানে ইতালি থেকে এক যবুক ঠাকুরগাঁওয়ে এসেছেন। তার নাম আলিসেন্ড্রা ছাছিয়া ছিয়ারোমোন্ডা।

সোমবার (২৫ জুলাই) রাতে সনাতন ধর্মের রীতি অনুসারে তিনি বিয়ে করেন। কনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানী দাস।

উপজেলার চাড়োল ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কনের বাবা মারকুস দাস বলেন, আমি গরীব মানুষ। ইতালি নাগরিক আমার বাড়িতে এসেছেন। প্রথমে বিষয়টি নিয়ে আতঙ্কিত হলেও এখন বেশ আনন্দ লাগছে। মনে হচ্ছে যোগ্যপাত্রে কন্যা দান করেছি।

কনে রত্না রানী দাস বলেন, আমাদের প্রেম বিয়েতে রূপ নিয়েছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের জন্য আশির্বাদ করবেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম ডন গণমাধ্যমকে বলেন, প্রেমে টানে ইতালিয়ান নাগরিক ঠাকুরগাঁওয়ে এসেছেন। তিনি বালিয়াডাঙ্গীর দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানী দাসকে বিয়ে করেছেন। সেখানে সার্বিক নিরাপত্তা দেয়া হয়েছে। 

 
আমারসংবাদ/এআই

Link copied!