Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে আসছেন জাপার চেয়ারম্যান জিএম কাদের

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২২, ০৯:৩৫ পিএম


বাকেরগঞ্জে আসছেন জাপার চেয়ারম্যান জিএম কাদের

বরিশালের বাকেরগঞ্জে আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বাকেরগঞ্জে আসবেন বলে জানিয়েছেন জিএম কাদের এমপির সহকারী একান্ত সচিব মোঃ আবু তৈয়ব।

মোঃ আবু তৈয়ব স্বাক্ষরিত সফরসূচিতে জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি ২৮ জুলাই সকাল ৯.১৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওয়ানা দিয়ে সকাল ১০ টায় বাকেরগঞ্জ রুহুল আমিন হাওলাদার হেলিপ্যাডে অবতরণ করবেন।

এরপর তিনি সেখান থেকে সড়ক পথে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনার এমপির বাসভবন বাকেরগঞ্জের সাহেবগঞ্জ পল্লীভবনে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।

বেলা ১২ টায় তিনি সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার বাসভবন পল্লীভবন থেকে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বেলা ১.১০ মিনিটের সময় পটুয়াখালী শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি উপরোক্ত কর্মসূচির বিষয়ে সত্যতা স্বীকার করে জানান, আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির বাকেরগঞ্জে আগমন উপলক্ষে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চলের সৃষ্টি হয়েছে। তার কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই নেতা-কর্মীরা ব্যাপক প্রচার-প্রচারণা ও কর্মসূচি সফল করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সহ তার দলের নেতা-কর্মীরা জাতীয় পার্টির চেয়ারম্যানের আগমন উপলক্ষে আনন্দিত।

তিনি আরও জানান, সংসদে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির সাথে তার সফরসঙ্গী থাকবেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ এমপি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, দলের ভাইস-চেয়ারম্যানবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Link copied!